২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

ছবিঘর

লাল রংয়ের সুতি কাপড় 

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ৬ ডিসেম্বর ২০২৪

লাল রংয়ের সুতি কাপড় 

শীতের লেপ তৈরির কাজে ব্যবহার করা হয় লাল রংয়ের পাতলা সুতি কাপড়। যা পরিচিত ‘লালসালু’ হিসেবে। মাজারসহ আরও নানা কাজেও এই কাপড়ের কদর রয়েছে। এই লালসালু তৈরি হয় নরসিংদী জেলার বিভিন্ন এলাকায়। শীতের শুরুতে লেপের চাহিদা থাকায় নভেম্বর-ডিসেম্বর মাসে সালুতে লাল হয়ে যায় নরসিংদী জেলার বিভিন্ন মাঠ আর খোলা প্রান্তর।