০৪ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ 

রাজনীতি

নির্বাচন বিলম্বে নানা রকমের ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ০০:৩১, ১৬ মার্চ ২০২৫

নির্বাচন বিলম্বে নানা রকমের ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ

‘নির্বাচন বিলম্বে নানা রকমের ষড়যন্ত্র চলছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, “দেশের মানুষ, দেশের জনগণ ১৬ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। “আর কেউ কেউ উছিলা দেখাচ্ছেন, সংস্কার করে তারপর নির্বাচন হবে।

শনিবার ঢাকায় হোটেল পূর্বানীতে সাংবাদিকদের সন্মানে বিএনপির তিন সংগঠনের যৌথ ইফতার ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সংস্কার চলমান প্রক্রিয়া। কোনো সরকারের একার পক্ষে বা সীমিত সময়ের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব হয় না।

“বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রায় আট মাস হয়ে গেল, কিন্তু তারা সংস্কারের স্পষ্ট কোনো কিছু দিতে পারে নাই।”

তিনি বলেন, “আমাদের চেষ্টা যখন শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা ঠিক সেই সময় আমরা দেখছি, পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকারের নেতারা বিদেশে গিয়ে নানা রকম ষড়যন্ত্র করছেন। দেশে নানা রকমের অশান্তি সৃষ্টি করছেন।”
“এই সরকার জনগণকে আশ্বস্ত করেছিল যে, জনগণের অধিকার তারা প্রতিষ্ঠা করবে। জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে আমরা বুঝি। তাই জনগণের পক্ষ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঠিক করে ঘোষণা করা হোক, রোডম্যাপ ঘোষণা করা হোক।”

জনগণ নির্বাচনমুখী হলে পতিত ‘স্বৈরাচারের সব ষড়যন্ত্র’ জনগণই মোকাবিলা করবে, বলেন খন্দকার মোশাররফ।

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ এই আয়োজনে সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

 

সম্পর্কিত বিষয়: