২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

রাজনীতি

কবে কারামুক্ত হচ্ছেন বাবর?

বাংলাওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ২ ডিসেম্বর ২০২৪

কবে কারামুক্ত হচ্ছেন বাবর?

হাইকোর্টের রায়ে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিরা। খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও। তাহলে কবে কারামুক্ত হচ্ছেন বিএনপির আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, এখনই মুক্তি মিলছে না নেত্রকোনায় তুমুল জনপ্রিয় এ রাজনীতিবিদের।

২১ আগস্ট ২০০৪ সালে গ্রেনেড হামলা মামলায় শুরুতে বাবরের নাম ছিল না। ২০১২ সালের মার্চে সম্পুরক অভিযোগপত্রে বাবর ও বাবরসহ নতুন ৩০ আসামির নাম যুক্ত করা হয়। ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালতের রায়ে ৪৯ আসামিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। জজ আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। বাবরকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। তারেক রহমানকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। সেই রায় আপিলে এসে আর টিকল না। সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।

তবে এখনই কারামুক্ত হতে পারছেন না বাবর। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারছেন না। কারণ, আরও কয়েকটি মামলায় সাজাভোগ করছেন তিনি। বাবরের বিরুদ্ধে আরও ১১টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে ছয়টিতে সাজাপ্রাপ্ত আসামি তিনি। আরও পাঁচটি মামলা বিচারাধীন।

আপিল বিভাগের রায়ে বাবর খালাস পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার আত্মীয়-স্বজনরা। তার স্ত্রী তাহমিনা জামান সাংবাদিকদের বলেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ন্যায়বিচার পেয়েছি। এজন্য মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট, তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবেন। আদালত ন্যায়বিচার করেছেন। 

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ার পর বাববের জন্ম জেলা নেত্রকোনায় আনন্দ মিছিল হয়েছে। মিষ্টি বিতরণ করেছেন তার সমর্থকেরা। খালিয়াজুরির উপজেলায় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন অবৈধ সরকারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় আটক রাখা হয় লুৎফুজ্জামান বাবরকে। তার মুক্তিতে খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ তথা সারা বাংলাদেশের মানুষ আজ আনন্দিত।