মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি আনোয়ারুল আজিম সাদেক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাবেক গনশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন মিয়াজী, সাবেক উপ সম্পাদক গৌতম দাস, সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক চৌধুরী সুকান্ত নাথ, সাবেক সদস্য রেজাউল করিম হৃদয়।
আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জুবায়েরুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম প্রামানিক, নীলফামারীর জলঢাকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার, খিলগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান শরীফ।
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।