২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

রাজনীতি

বিজয় দিবসে কোথাও নেই আওয়ামী লীগ

বাংলাওয়াচ ডেস্ক

প্রকাশিত: ০১:০০, ১৭ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে কোথাও নেই আওয়ামী লীগ

বিজয় দিবসে দীর্ঘ ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো জনশূন্য ছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। প্রতিবছর বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, প্রশাসন ও সরকারি কর্মকর্তারা শ্রদ্ধা জানাতে আসতেন। তবে এবারের পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন।

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রতি বছরই বিজয় দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজন হতো। শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন এবং স্থানীয় প্রশাসনও অনুষ্ঠানে অংশ নিত। তবে এবারের বিজয় দিবসে এই জায়গা ছিল জনশূন্য। সমাধি প্রাঙ্গণে কোনো শ্রদ্ধা নিবেদন করতে আসেনি কেউ। এমনকি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও সেখানে দেখা যায়নি।

এটি প্রথমবারের মতো ঘটছে যে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বিজয় দিবসে টুঙ্গিপাড়া এবং জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের কোনো প্রতিনিধিত্ব ছিল না। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আজ কোনো দলীয় কর্মসূচি বা শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়নি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে পরে দলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতেন, যেখানে লাখো মানুষের ভিড় দেখা যেত। তবে এবার এই সব দৃশ্য ছিল একেবারে অনুপস্থিত।