০৪ জানুয়ারি ২০২৫ , ২০ পৌষ ১৪৩১ 

রাজনীতি

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কারা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২১:৪৭, ১ জানুয়ারি ২০২৫

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কারা জানালেন তারেক রহমান

নির্বাচন নিয়ে কারা বিভ্রান্তি ছড়াচ্ছে তা স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  তার মত, জনগণের রায়ের মুখোমুখি হতে যারা ভয় পায়, তারাই নির্বাচন নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেছেন, ‘জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সে রায় দেবে জনগণের আদালত। যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারা নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে।’

আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
জনগণকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের কাছে আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে—এ বিশ্বাস রাখুন।’

এ সময় দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না—যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নিজেদের জনগণের আস্থায় রাখুন। জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন।’

অন্তর্বর্তী সরকারকে নিয়ে ইতিমধ্যে জনমনে বিভিন্ন প্রশ্ন উঠেছে দাবি করে ওই সরকারের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘সরকার অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। তবে এসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কারের দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে।’

তারেক রহমান বলেন, ‘এরই মধ্যে জনগণের মনে প্রশ্ন উঠেছে, পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে জনগণের ক্রয়ক্ষমতার ভেতর আনতে সরকার কি কী পদক্ষেপ নিয়েছে? ফ্যাসিস্ট আমলের দায়ের করা লাখ লাখ মামলায় এখনো কেন মানুষকে আদালতের বারান্দার ছোটাছুটি করতে হচ্ছে?’

সংস্কার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন—এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক সব রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশে কুতর্ক বলে মনে করে। বিএনপি মনে করে রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপি মনে করে, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র, মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছুই টেকসই হয় না।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার তাদের সংস্কার বা গৃহীত পরিকল্পনায় ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা বিনষ্ট করার সুযোগ নেবে। এরই মধ্যে তারা একাধিকবার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে।’

‘বর্তমানে বাংলাদেশ এক বিপুল সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে’—মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয়। এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেশকে সংকট থেকে মুক্ত করতে অনতিবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংস্কারের নামে আমরা এমন কিছু করতে দিতে পারি না—যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। আর বিলম্ব না করে অনতিবিলম্বে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছি। আমরা আশা করছি, এই সরকার ন্যূনতম যে সংস্কার প্রয়োজন, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, প্রশাসন যন্ত্র ঠিক করা, বিচারব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনীতির সংস্কারগুলো করে তার মধ্যে দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করবে। যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।’

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘এই নামে (মার্চ ফর ইউনিটি) কেন সমাবেশ করতে হলো, ইউনিটির নামে এ ধরনের সমাবেশ, বক্তব্য, ষড়যন্ত্রকারী, লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য সহায়ক নয় কি? মার্চ ফর ইউনিটির সমাবেশে আমরা লক্ষ করেছি, তাঁদের মুখ থেকে কী ধরনের বাক্য এসেছে, কী ধরনের বক্তব্য এসেছে, তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ (শারীরিক ভাষা) কী ছিল। আমাদের প্রশ্ন, কী কারণে ইউনিটির নামে মিটিং করতে হয়।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটির সমাবেশে বেশ কিছু পোস্টার দেখা যায়। তাতে কোনোটিতে “ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা”, “কাদের-মির্জা ভাই ভাই, বাংলাদেশের শান্তি নাই”, “চাচার বয়সী ছাত্র যারা, বাংলাদেশ গড়বে কেমনে তারা”, ইত্যাদি উল্লেখ ছিল। সেই মিটিংয়ে কেন এ ধরনের বক্তব্য, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে?’

বাংলাদেশ নিয়ে চক্রান্ত শুরু হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে চক্রান্তের ধারা শুরু হয়েছে। যেটা অতীতে হয়েছে বহুবার। যার ফলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি, যারই ফলে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে থাকতে হয়েছে, যার ফলে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। সত্যিকারভাবে যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই দলের নেতাকে আজকে তাঁরা দূরে সরিয়ে রাখতে চায়।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, রাকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আকরামুল হাসান, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, রাশেদ ইকবাল খান, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত বিষয়: