বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাক্ষাতকালে সস্ত্রীক সেনাপ্রধান প্রায় পৌনে এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। এ সময় সেনাপ্রধান তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় যান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা। রাত সাড়ে ৮টায় সেনাপ্রধানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় প্রবেশ করে। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এসময় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ফজলে এলাহি আকবর বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় এসেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সঙ্গে উনার স্ত্রীও ছিলেন। সেনাপ্রধান ম্যাডামের স্বাস্থ্যে খোঁজখবর নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন তিনি।
চলতি সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। লিভার সিরোসিসে রোগ নিরাময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছে।
পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য, সৌদি আরবসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন প্রেক্ষাপটে পুরোপুরি মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরিবর্তিত পরিস্থিতিতে এক দশকের বেশি সময় পরে গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশ্স্ত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন ওই অনুষ্ঠানে যোগ দিলে সেখানে সেনাপ্রধানসহ তিন বাহিনী প্রধানের সঙ্গে খালেদা জিয়ার দেখা হয়।