নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সাত বছর পর মায়ের সঙ্গে মিলিত হলেন ছেলে; লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সৃষ্টি হল আবেগঘন মুহূর্তের। পরে নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর থেকে সরাসরি মাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তারেক রহমান। আগে থেকেই ঠিক করে রাখা লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে। এর আগে সাত বছর পর হিথ্রো বিমানবন্দরে মা ও ছেলের সাক্ষাৎ হয়। তখন সেখানে আবেগঘন এক পরিস্থিতি তৈরি হয়।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন নামার আড়াই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম লন্ডনের কাছে অবস্থিত ওই হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির এক নেতা। তাদের গাড়ি হাসপাতালের কাছে পৌঁছালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন গেলে বিএনপি চেয়ারপারসনের তারেক রহমানের বাসায় ছিলেন। এবার অসুস্থতার কারণে চিকিতসকদের পরামর্শেই আগেই থেকে এই হাসপাতালে ভর্তির সব কিছু আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিলো।
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘ম্যাডামকে ভর্তি করা হয়েছে। এখন ফিজিশিয়ানরা তাদের কাজ শুরু করবেন।”
লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলবে।
হিথ্রো বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মাকে নিয়ে রওনা দেন তারেক রহমান। নিজের গাড়িতে খালেদা জিয়াকে পেছনের সিটে বসিয়ে নিজেই গাড়ি চালান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক। সামনে তার পাশে বসেছিলেন স্ত্রী জোবাইদা রহমান।
গত মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া রওনা হন। দোহায় যাত্রাবিরতি শেষে বুধবার সকাল ৯টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
খালেদা জিয়ার সঙ্গে তার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুরদ্দিন আহমেদ, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন লন্ডনে এসেছেন একই বিমানে।
বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালের গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নেন খালেদা জিয়া। কয়েকবার তাকে হাসপাতালেও দীর্ঘ সময় ধরে ভর্তি থাকতে হয়েছিল।