১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ 

শোবিজ

জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় শাওন ও সাবা

বাংলাওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় শাওন ও সাবা

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। এরপর টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ লোকজন মেহের আফরোজের জামালপুরের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। তার কয়েক ঘণ্টা পর তাকে আটকের খবর জানা যায়। ওই দিন রাত ৮টার দিকে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে জানান, ডিবি সদস্যরা রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা শাওনকে ধানমন্ডি থেকে আটক করেছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে। ডিবি সূত্র জানায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।