০৪ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ 

শোবিজ

আসছে মেহজাবীন চৌধুরীর ‘নীল সুখ’

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আসছে মেহজাবীন চৌধুরীর ‘নীল সুখ’

 ‘নীল সুখ’ নামের ওয়েব ফিল্ম নিয়ে আসছেন নির্মাতা ভিকি জাহেদ। ভালোবাসা দিবসকে সামনে রেখে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে আগামী ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় জুটি বেঁধেছেন মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান।

সোমবার সন্ধ্যায় রাজধানীর শান্তা ফোরামে সিনেমাটির ট্রেইলার রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ভিকি জাহেদ ও মেহজাবীন।

‘নীল সুখ’ সিনেমাটি প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূনের আহমেদকে উৎসর্গ করা হয়েছে জানিয়ে ভিকি বলেন, “হুমায়ূন আহমেদ স্যারের কাজগুলো আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। কিন্তু আমি বরাবরই থ্রিলার গল্পে কাজ করেছি। পারিবারিক বা ভালোবাসার গল্পে কাজ কম করা হয়েছে। এই গল্পটা দুটি পরিবারের।

“হুমায়ূন স্যার নিজেও পারিবারিক গল্পগুলো চমৎকারভাবে দর্শকদের সামনে তুলে ধরতেন। যেহেতু এই কাজটা স্যারের প্যাটার্নের কাজ, তাই তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।”

সিনেমার গল্প নিয়ে ভিকি বলেন, “‘নীল সুখ’ নিখাদ ভালোবাসার গল্প। দুটি মানুষের ভালোবাসা, পারিপার্শ্বিক অবস্থা,তাদের বেদনা ও সুখের গল্পই এখানে তুলে ধরা হয়েছে। এটি গতানুগতিক ভালোবাসার গল্পের চাইতে একটু আলাদা। আর কীভাবে আলাদা সেটা ওয়েব ফিল্মটি দেখলেই দর্শকরা বুঝতে পারবে।”

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “নির্মাতা ভিকি জাহেদ ভাইয়ের সাথে এটি আমার তৃতীয় ওয়েবের কাজ। আগের দুটি কাজ দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। এই গল্পটা একবার শুনেই রাজি হয়ে গিয়েছিলাম। এটিও দর্শকের ভালো লাগবে সেই প্রত্যাশা করছি। অনেকদিন ধরেই আমার ভক্তরা জানাচ্ছিলেন আমাকে রোমান্টিক কাজে দেখতে চান। তাই এই কাজটি করেছি।”

এতে ‘অর্পা’ ও ‘মারুফ’ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন ও রেহান। প্রথমবারের মত জুটি বেঁধে আসছেন তারা।

এই সিনেমায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'কতবার ভেবেছিনু আপন ভুলিয়া' গানটি। গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার মারসেল।