
মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু, তবে পরিচিতি পেয়েছেন অভিনয় দিয়ে। গেল কয়েক বছরে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন সামিরা খান মাহি। দুই হাতে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। তবে সাম্প্রতিক সময়ে একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি, যার দরুণ সমালোচনার মুখেও পড়েন। এসব বিষয়ে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মাহি।
ব্যস্ততা কেমন যাচ্ছে?
এখন তো কাজের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি। খুব বেছে বেছে কাজ করছি। আমার বড় বোনের বিয়ে গেল দুই দিন আগে। বোনের বিয়ে নিয়েই আপাতত বেশ কিছুদিন ধরে ব্যস্ত রয়েছি। এর মধ্যে কিছু নিউজ দেখলাম, আমার নাকি ব্রেকআপ হয়েছে। মানুষজন এগুলো নিয়ে নানা কথা বলছে, যা নিয়ে আমি কিছুটা বিরক্তই।
সম্পর্ক তাহলে ঠিক আছে?
হ্যাঁ, আমার আর নাবিলের (সাদাত সাফি নাবিল) সম্পর্ক ঠিক আছে। আমাদের কোনো ব্রেকআপ হয়নি। সব সম্পর্কেই ঝামেলা হয়, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। আমি কিন্তু কোথাও বলিনি, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েক দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটাকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে।
হঠাৎ এতটা মানসিকভাবে ভেঙে পড়ার কারণ কী?
একটু স্ট্রেস যাচ্ছিল লাইফে, এর মধ্যে বোনের বিয়ে, বয়ফ্রেন্ডের সঙ্গে একটু কথা-কাটাকাটি হয়েছিল। সব কিছু মিলিয়েই একটু ডিস্টার্বড ছিলাম। ওই দিন স্ট্যাটাস দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি পরদিন বিকেল ৪টায়। ঘুম থেকে উঠে দেখি অনেক অনেক মানুষের ফোন, মেসেজ যে, কী হয়েছে তোমার? সব ঠিক হয়ে যাবে। আমি তো চিন্তায় পড়ে গেলাম যে, কী হলো! পরে নাবিল আমাকে বলতেছে, আমাদের তো সব ঠিকই আছে কিন্তু দেখো কিসব নিউজ হচ্ছে!
আমার যারা কাছের মানুষ কিংবা যারা আমার সঙ্গে মিশেছেন তারা জানেন, আমি কেমন। লাস্ট অনেক দিন ধরেই অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন রকম সমালোচনার মুখে পড়েছি। কিছুদিন পরপরই দেখি আমাকে নিয়ে কটূক্তি, সমালোচনা। এগুলো দেখে খারাপ লাগে। পাবলিক ফিগার হলেও আমিও তো মানুষ। আমারও তো খারাপ লাগে। সমালোচনা নিয়ে মাথা ঘামাতে চাই না কিন্তু কিছু কিছু সময় এত নেগেটিভ কমেন্ট পাই যেটা সত্যি খুব বিব্রত লাগে, অনেক খারাপ লাগে। ভেতর থেকে অনেকটা ভেঙে পড়ি।
আবার এটাও ভাবি যে মানুষ হয়তো আমাকে অনেক ভালোবাসে তাই আমার বিষয় নিয়ে এত আগ্রহ বা চিন্তা। তাদের সেই ভালোবাসাকে সম্মান জানাই আমি। কারণ তাদের ভালোবাসাতেই আমি আজকে মাহি।
সম্পর্ক যেহেতু ঠিক আছে, তাহলে শিগগিরই কি বিয়ের খবর পাচ্ছে দর্শক?
এখনই না। মাত্রই বড় বোনের বিয়ে হলো। আরো কিছুদিন যাক, দুজন দুজনের মতো কাজ করতে থাকি। পরিবার তো জানেই আমাদের ব্যাপারে। নাবিল গাড়ির ব্যবসা করে, ওর ব্যবসা নিয়ে অনেক পরিকল্পনা আছে সেগুলো একটু একটু করে গুছাক, আমিও আমার মতো করে নিজেকে গুছাই তারপর একটা সঠিক সময় দেখে বিয়ে করব।
আপনার প্রেমিক যেহেতু শোবিজের না, সে ক্ষেত্রে এই জায়গায় আপনার কাজের ক্ষেত্রে সে কতটা সাপোর্টিভ?
নাবিল ভীষণ সাপোর্টিভ। ও আমাকে বুঝে এবং আমিও তাকে বুঝি। যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই বোঝাপড়াটা বেশ জরুরি। ও জানে আমি কেমন। যেকোনো বিষয়ে ও আমাকে ভীষণ সাপোর্ট করে, কেয়ার করে।