জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। আর হালের আলোচিত ও অভিনেত্রী সাদিয়া আয়মান। এই দুইজনের মধ্যে নাকি মন দেওয়া-নেওয়া চলছে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রনির একটি পোস্টের পর তাদের মধ্যে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে বৈকি।নেটিজেনদের ধারণা সেই পোস্টে সাদিয়াকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান । তার দাবি, রেদওয়ান রনির সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক। সাদিয়া বলেন- সোশ্যাল মিডিয়ায় মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। যে যা বলছেন, বলতে দেন। কী আর করার আছে। যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। এ ছাড়া নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সম্পর্ককে অন্য সব সম্পর্কের মতোই বলে দাবি করেন এ অভিনেত্রী।
এর আগে গত শুক্রবার রাতে নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন রেদওয়ান রনি। ২৩টি ছবি শেয়ার করে রনি লিখেছেন- এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে। আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।
এর পরই রনি লেখেন- আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।
রনির এই প্রিয়তমা সাদিয়া আয়মানই বলে মনে করছেন নেটিজেনরা। ওই পোস্টের নিচে অনেকে বিভিন্ন মন্তব্যও করছেন। একজন লিখেছেন- ভাই আপনি জিতছেন। আরেকজন লিখেছেন- শুনলাম, বুঝলাম অবশেষে দেখলাম। সাদিয়া আয়মানকে খোঁচা দিয়ে একজন লিখেছেন- যে চয়েস সাদিয়া আয়মান আর মেহেজাবিনের, বুড়া বেডা ধরে ধরে বিয়ে করতেসে। দেশে কী ছেলের অভাব পড়ছে।