২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

শোবিজ

সকালবেলা দুধ বিক্রি করতেন অক্ষয় কুমার?

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ৯ নভেম্বর ২০২৪

সকালবেলা দুধ বিক্রি করতেন অক্ষয় কুমার?

বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার। তিন দশক ধরে অভিনয় করছেন বলিউডে। একেবারে প্রথম থেকেই অ্যাকশন ধর্মী ছবির জন্যই তাঁর পরিচিতি। পাশাপাশি কমেডি ধারাতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

অক্ষয়ের প্রধান পরিচয় তাঁর ফিটনেস-এ। খাওয়াদাওয়া এবং শরীরচর্চার বিষয়ে অক্ষয় ভীষণ খুঁতখুঁতে। তিনি না কি কোনও রাতের অনুষ্ঠানে যোগ দেন না। খাওয়া দাওয়া সেরে নেন রাত ৮টার মধ্যে, ঘুমিয়ে পড়েন ৯টার মধ্যে। ঘুম থেকে ওঠেন ভোর ৪টেয়। এ সব কথা তিনি মাঝে মাঝেই বলে থাকেন বিভিন্ন সাক্ষাৎকারে।

এ বার সে সব তথ্য টেনে সহ অভিনেতাকে নিয়ে রসিকতা করলেন অজয় দেবগন। সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেট্টির ছবি ‘সিংহম আগেন’। তারকাখচিত এই ছবিতে অজয়ের পাশাপাশি ছিলেন, রণবীর সিংহ, টাইগার শ্রফ, অক্ষয় কুমারও।

এক সাক্ষাৎকারে অজয়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি অক্ষয়ের সম্পর্কে কোনও অজানা তথ্য জানেন কি না! অজয় এবং অক্ষয় দু’জনের অভিনয় জীবনই শুরু হয়েছিল নব্বইয়ের দশকে। তাঁরা দু’জনে একসঙ্গে কাজ করেছেন, ‘সুহাগ’, ‘খাকি’, ‘হে ব্রো’, ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বই’ প্রভৃতি ছবিতে। সর্বশেষ রোহিতের ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে।

এমনিতে রসিকতা করে কথা বলতেই পছন্দ করেন অজয়। তাই সাক্ষাৎকারে অক্ষয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলে বসেন, “আমার মনে হয় সকলে সব জানেন। অক্ষয় ভোর ৪টের সময় ঘুম থেকে ওঠে। কিন্তু আপনারা জানেন না ও এক সময় দুধওয়ালা ছিল। আপনারা জিজ্ঞাসা করে নেবেন।”

তবে শুধু অক্ষয় নয়। অজয় এই সাক্ষাৎকারে রসিকতা করেছেন করিনা কপূর, রণবীর সিংহকে নিয়েও।