সৌদি আরবের সিনেমা চীনে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে সৌদি ফিল্ম কমিশন। দেশটিতে নিয়মিত সিনেমা মুক্তি দিতে চায় সৌদি আরব। তার আগে সৌদি সিনেমার সঙ্গে চীনের দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২১ থেকে ২৬ অক্টোবর বেইজিং, সাংহাই ও সুজৌ শহরে অনুষ্ঠিত হবে ‘সৌদি ফিল্ম নাইট’ নামের বিশেষ আয়োজন।
সৌদি আরবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে সৌদি ফিল্ম নাইটে। চীনে প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে চারটি সিনেমা—‘ভ্যালি রোড’, ‘ইল সিগনোর’, ‘সালেগ’ ও ‘স্টার চেজার’।
প্রতিটি সিনেমায় ফুটে উঠেছে সৌদি আরবের সংস্কৃতি। সিনেমা দেখানোর পাশাপাশি চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে দর্শকদের মতবিনিময়ের সুযোগও রাখা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে খবরটি জানিয়েছে আরব নিউজ। এর আগে এ বছরের এপ্রিলে মরক্কোতে, মে মাসে ফ্রান্সে ও জুনে অস্ট্রেলিয়ায় সৌদি ফিল্ম নাইট আয়োজন করেছিল সৌদি ফিল্ম কমিশন। য়োজনটি তিন দেশেই ভালো সাড়া ফেলেছিল।