২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

শোবিজ

ঢাকায় আসছেন কিংবদন্তি শিল্পী রাহাত ফাতেহ আলী 

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ৩০ নভেম্বর ২০২৪

ঢাকায় আসছেন কিংবদন্তি শিল্পী রাহাত ফাতেহ আলী 

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খান। জুলাই-অগাস্টের গণআন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে ঢাকায় হবে ‘চ্যারিটি কনসার্ট’ গাইবেন তিনি। 

আয়োজকরা বলছেন, ঢাকার আর্মি স্টেডিয়ামে আগামী ২১ ডিসেম্বর ওই কনসার্ট হবে। সেখানে ‘বিনা পারিশ্রমিকে’ গাইবেন রাহাত ফাতেহ আলী। কনসার্ট থেকে অর্জিত অর্থ যাবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিস্তারিত জানান আয়োজক প্ল্যাটফর্ম 'স্পিরিটস অফ জুলাই' এর সদস্যরা।

এ প্ল্যাটফর্মের সদস্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী বলেন, “বৃহস্পতিবার রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে ‘স্পিরিটস অফ জুলাই’ প্ল্যাটফর্মের চুক্তি হয়েছে। তিনি বিনা পারিশ্রমিকে গান করবেন বলে ‘প্রতিশ্রুতি দিয়েছেন’। অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে দেওয়া হবে।”

রাহাত ফাতেহ আলী ছাড়াও শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গেও বিষয়টি নিয়ে গত ১২ নভেম্বর সমঝোতা চুক্তি সইয়ের কথা জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথের শিল্পীরা থাকবেন। গাইবেন র‌্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানও। গান ছাড়াও অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে। থাকবে মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে ওই কনসার্টের টিকেট বিক্রি শুরু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। টিকের মূল্য নির্ধারণ হবে তিন ক্যাটাগরিতে। তবে কোন টিকেটের কত মূল্য, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।

কনসার্ট থেকে অর্জিত অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য একটি উপদেষ্টা পরিষদও গঠন করেছে ‘স্পিরিটস অফ জুলাই’ প্ল্যাটফর্ম।

এই পরিষদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ মাহফুজুল হক সুপণ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক আনসারুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন ও অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক রেজওয়ানুল হক খান, বারডেম হাসপাতালের অধ্যাপক মাহবুবুল হাসান মুনির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

সংবাদ সম্মেলনে 'স্পিরিটস অফ জুলাই’ প্ল্যাটফর্মের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান কনসার্টের বিষয়ে কথা বলেন। এ ছাড়া কনসার্ট আয়োজকদের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যও বক্তব্য দেন।