বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের নামের সঙ্গে তার শ্বশুরবাড়ির পদবি ‘বচ্চন’ দেখা যাচ্ছে না।সম্প্রতি দুবাইয়ে গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানের যে কটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়, সেখানে দেখা গেছে, সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি নেই।
দুবাইয়ের ওই ইভেন্টে অংশ নিয়ে নারী ক্ষমতায়ন নিয়ে বক্তৃতা দেন ঐশ্বরিয়া। ইনস্টাগ্রামে আসা এক ভিডিওতে দেখা গেছে, মঞ্চে ওঠার সময় অভিনেত্রীর পেছনে বড় পর্দায় যেখান নাম দেখানো হয়েছে, সেখানে লেখা ছিল ‘ঐশ্বরিয়া রাই ইন্টারন্যাশনাল স্টার’, নামের শেষে বচ্চন উপাধি দেখা যায়নি ওই পর্দায়।
বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নাম ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। বিয়ের পর থেকে ঐশ্বরিয়া বচ্চন পদবি ব্যবহার করে আসছেন।
কিন্তু এই দম্পতির সংসার ভাঙার খবর আসছে গত বছরের শেষ দিক থেকে। এর পর থেকে এই দম্পতি যে বিচ্ছেদের দুয়ারে পৌঁছে গেছেন, তা প্রমাণ করতে কিছুদিন পরপরই ভারতের সংবাদমাধ্যম নানা ধরনের ঘটনা ও তথ্য তুলে ধরছে।
কিছুদিন আগে আঙুলে পরা বিয়ের আংটি দেখিয়ে অভিষেক বলেন, “এই দেখুন, আমি এখনো বিবাহিত। আমার সত্যিই কিছু বলার নেই। আমি বুঝতে পারছি, এসব খবর কেন হয়। কারণ আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমাদের এসব নিয়ে চলতে হয়। কারণ আমরা তারকা।”
কিছুদিন আগে দুবাই বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়া ঐশ্বরিয়ার আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। তাই তাদের বিবাহবিচ্ছেদের খবর আরও জোরদার হয়ে ওঠে। এর মধ্যে জল্পনায় তৃতীয় ব্যক্তির নাম চলে এসেছে। তিনি অভিনেত্রী নিমরত কৌর।
সোশাল মিডিয়ায় বলা হচ্ছে নিমরতের জন্যই নাকি ‘ঘর ভাঙছে’ বচ্চনপুত্র ও পুত্রবধূর। কিছুদিন ধরে এই ধরনের কথাবার্তা চলার পর নিমরত অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সংবাদমাধ্যমের কাছে। তিনি বলেছেন অভিষেকের সঙ্গে তার ‘সম্পর্ক’ নিয়ে যা কথাবার্তা হচ্ছে সেসব নেহাতই ‘গুজব’।