২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

শোবিজ

অন্তঃসত্ত্বা অবস্থায় যে সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ০১:১১, ১৩ অক্টোবর ২০২৪

অন্তঃসত্ত্বা অবস্থায় যে সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা

অন্তঃসত্ত্বা অবস্থায় সিংহাম এগেইন সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এ  সিনেমার ট্রেইলার এসে গেছে।

ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে দীপিকার স্বামী এবং এই সিনেমার একজন অভিনেতা রাণবীর সিং বলেছেন ‘সিংহাম এগেইন’ কেবল নির্মাতা রোহিত শেঠির একার কাজ নয়, এই চলচ্চিত্রে তার, দীপিকার এবং তাদের মেয়েও মাতৃগর্ভ থেকে অংশ নিয়েছেন।

পুলিশি রাজ্য নিয়ে ‘সিংহাম’ সিনেমা শেঠি উপহার দিয়েছিলেন ২০১১ সালে। এরপর এই সিনেমার সিক্যুয়েল 'সিংহাম রিটার্নস' মুক্তি পায় ১০ বছর আগে, যা হয়েছিল হিট।

এবারে তৃতীয় কিস্তিতে পুলিশ অফিসার হিসেবে অজয় দেবগন, রাণবীর সিং এবং অক্ষয় কুমারের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাডুকোন, আরো আছেন কারিনা কাপুর। আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলেছে সিংহাম এগেইন।