সেপ্টেম্বরে মা হয়েছেন ভারতের হিন্দি সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন। এরপর থেকেই তিনি আড়ালে চলে যান। এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন তিনি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের ছবি ও নাম প্রকাশ করলেও তার মুখ সামনে আনেনি। অবশেষে মেয়েসহ প্রথম সবার সামনে দেখা গেল দীপিকাকে।
আনন্দবাজার লিখেছে, তিনমাস বয়সী দুয়াকে কোলে নিয়ে দীপিকাকে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে।
বিমানবন্দর থেকে বের হয়ে দীপিকা যখন গাড়িতে উঠছিলেন, তখন আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দি হন মা-মেয়ে। তবে এবারো মেয়ের মুখ দেখাননি নায়িকা।
তিনদিন আগে বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টে হাজির হয়ে চমকে দিয়েছিলেন দীপিকা। তিনি মুম্বাই ফেরেন বেঙ্গালুরু থেকেই।
চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও তার স্বামী অভিনেতা রাণবীর সিং ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য।
চলতি বছর ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন দীপিকা ও অভিনেতা রাণবীর সিং।
সন্তান জন্মদানের পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী বছরের শুরুতে কাজে ফেরার পরিকল্পনা রেখেছেন দীপিকা। সেই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।
সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত সিনেমা ‘সিংহম এগেইন’। এই সিনেমার শুটিংয়ের সময়ে দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন।