দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার করা হয়েছে। ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো দেখতে গিয়ে পদদলিত হয়ে নারী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার অর্জুনকে হায়দরাবাদে তার জুবিলি হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এই সুপারস্টারকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
৪২ বছর বয়সী এই তারকাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন বাড়িতে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পা ২ মুক্তির পর ভারতের বক্স অফিসে দাপট দেখালেও প্রেক্ষাগৃহের মধ্যে দুই জনের মৃত্যুর ঘটনা আলোচনা তৈরি করেছিল। পুলিশের ভাষ্য ছিল, রেবতীর মৃত্যুর ঘটনায়র দায় অর্জুন এড়াতে পারেন না। ঘটনার নেপথ্যে দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদ পুলিশ।
গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদে এই সিনেমার প্রিমিয়ার শো দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ৩২ বছরের রেবতী। ওইদিন স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো ছিল হায়দ্রাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে। ওই রাতে সাড়ে ১০টার দিকে সিনেমার নায়ক আল্লু অর্জুন হঠাৎ করে সন্ধ্যা থিয়েটারে হাজির হন, তার অনুরাগীদের দেখা দিতে। সঙ্গে ছিল নায়কের নিরাপত্তা টিমও।
ওই সময় অর্জুনকে সামনাসামনি এক নজর দেখতে দর্শকদের মধ্যে হুড়োগুড়ি পড়ে যায়, বাইরে থেকেও নায়কের সঙ্গে দর্শকরা ভেতরে ঢুকতে চেষ্টা করে। তখন ওই ভিড়ে পদদলিত হয়ে মারা যান রেবতী। তিনি ওই থিয়েটারে গিয়েছিলেন তার ৯ বছরের ছেলে শ্রীতেজকে সঙ্গে নিয়ে। তার ছেলে সেদিন ভিড়ের মধ্যে দমবন্ধ হয়ে চেতনা হারিয়েছিল।
এই ঘটনায় রেবতীর পরিবার অর্জুনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। পাশাপাশি তার নিরাপত্তা দল এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, অর্জুন কোনো আগাম খবর না দিয়ে সন্ধ্যা থিয়েটারে প্রবেশ করেন। এছাড়া ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেয়নি।
পুলিশও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বলেছে, অর্জুনের মত বড় তারকার নিরাপত্তা বা ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনো বিশেষ ব্যবস্থা রাখেনি।
নিরাপত্তা টিম বা দলবল নিয়ে অভিনেতার প্রেক্ষাগৃহে প্রবেশ এবং প্রস্থানের জন্য আলাদা কোনো দরজাও সেখানে নেই। অভিনেতার সঙ্গে বাইরে থেকে আরো দর্শক যখন ভেতরে ঢোকার চেষ্টা করেন, অর্জুনের নিরাপত্তা কর্মীরা উত্তেজিত জনতাকে ধাক্কা মারেন। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের করা মামলায়। মামলা দায়েরের পর গত বুধবার বাতিল আদেশ চেয়ে হাই কোর্টে আবেদনও করেছিলেন অর্জুন।
এই ঘটনার পর আল্লু রেবতীর পরিবারকে ২৫ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেই সঙ্গে রেবতীর ছেলে শ্রীতেজের চিকিৎসার ব্যয়ভারও বহন করার আশ্বাস দিয়েছে।
রেবতীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই গত সোমবার পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রদর্শনী চলাকালে আবারও এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্ধ্র প্রদেশের রায়াদুর্গমের একটি প্রেক্ষাগৃহে ৩৫ বছর বয়সী হরিজনা মধন্নাপ্পার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অন্ধ্র প্রদেশের পুলিশ কর্মকর্তা রবি বাবু জানিয়েছেন, মধন্নাপ্পা সোমবার আড়াইটার শো দেখতে থিয়েটারে যান।
“তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং থিয়েটারে বসে আরো মদ্যপান করেন। সন্ধ্যা ৬টার দিকে থিয়েটারের পরিচ্ছন্নতা কর্মীরা মধনাপ্পাকে ‘মৃত অবস্থায়’ দেখতে পান।“
চার সন্তানের বাবা মধন্নাপ্পার মদ্যপানের অভ্যাস ছিল বলে পুলিশ জানিয়েছে।
রবি বাবু বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। “