২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

শোবিজ

জামিনে মুক্ত হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১৪ ডিসেম্বর ২০২৪

জামিনে মুক্ত হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন

জামিনে মুক্তি পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। অবশ্য এর আগে তাকে এক রাত থানা হাজতে কাটাতে হয়েছে। শনিবার সকালে জেল থেকে বের হন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। জেল থেকে বেরোনোর সময় উপস্থিত সবার উদ্দেশে হাত নাড়েন এই তারকা।

এই সুপারস্টারকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাঁদের সঙ্গে জুবিলি হিল্‌সের বাড়িতে ফিরেছেন অভিনেতা।

‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারীর। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গতকাল শুক্রবার গ্রেপ্তার হন দক্ষিণী তারকা। তাঁকে রাখা হয় হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। কয়েক ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান তিনি। তবে রিলিজ অর্ডার সময়মতো জেলে না পৌঁছানোয় রাতটা হাজতখানায় কাটাতে হয় আল্লু অর্জুনকে।

এ দিকে প্রিয় তারকা গ্রেপ্তারের খবরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। গ্রেপ্তারকে অযৌক্তিক দাবি করে দ্রুত মুক্তির দাবিও তোলা হয়।

এর আগে গ্রেপ্তারের পর হায়দরাবাদের চিক্কড়পল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সুপারস্টারকে। যে থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর পরই তেলিঙ্গানা হাইকোর্টে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা। হাইকোর্ট থেকে কী রায় আসে, সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে সন্ধ্যায় আসে সুখবর।
তেলিঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তাঁর।

এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এ রায় অভিনেতার ভক্তদের জন্য স্বস্তির খবর নিয়ে আসে। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।