বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মিউজিক ফেস্ট গাইবেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। তার সঙ্গে থাকছে বাংলাদেশের মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ড। মিউজিক ফেস্ট দেখতে খরচ হবে মোটা অঙ্কের টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে মিউজিক ফেস্টের টিকিটের দামসহ অনুষ্ঠানের শিল্পীদের নাম জানিয়েছে। সর্বোচ্চ ১২ হাজার টাকা দাম প্লাটিনাম ক্যাটেগরির। গোল্ড ও সিলভার ক্যাটেগরির টিকিটের দাম ৮ হাজার ও ৬ হাজার টাকা। ৪ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা।
দেশি-বিদেশি তারকা ব্যান্ড ও শিল্পীরা থাকছেন বিপিএল মিউজিক ফেস্টে এই অনুষ্ঠানে। রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল থাকছে বিপিএল মিউজিক ফেস্টে। মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ডের সঙ্গে থাকছেন র্যাপার হান্নান, জেফাররা।
এছাড়া জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি এলাকায় ১০০ আসন সংরক্ষণ করে রেখেছে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় বিপিএল ২০২৫ মিউজিক ফেস্টের টিকিটের প্রচারণা শুরু হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে শুরু হয়েছে এই লাইভ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে চারটায় আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে ২০২৪-২৫ বিপিএল।
এর আগেও ঢাকার শ্রোতাদের সামনে এসেছিলেন রাহাত ফতেহ আলী খান। কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান।
রাহাত ফতেহ আলীর গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম জো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।