‘থ্রি ইডিয়টস’ এবং ‘মুন্না ভাই’। জনপ্রিয় হিন্দি সিনেমা। এ দুই সিনেমার পরের পরের কিস্তি নিয়ে চলছে জোর প্রস্তুতি। বলিউডের আলোচিত নির্মাতা বিধু বিনোদ চোপড়া তেমনটাই জানিয়েছেন।
সম্প্রতি তার মুক্তি প্রাপ্ত সিনেমা ‘জিরো সে স্টার্ট’ এর প্রচারণার সময় তেমনই ইঙ্গিত দিলেন এই নির্মাতা।
এক সাক্ষাৎকারে বিধু বিনোদ জানিয়েছেন এই দুটো সিকুয়্যেলের চিত্রনাট্য তৈরিতে ভালোই সময় দিচ্ছেন। চোপড়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিক্রান্ত ম্যাসি অভিনীত ‘টুয়েলভথ ফেইল’।
বিধু বিনোদ চোপড়া বলেন, “আমি ‘টু ইডিয়টস’ এবং ‘মুন্না ভাই থ্রি’ দুটোরই স্ক্রিপ্ট লিখছি। পাশাপাশি শিশুদের জন্য একটি সিনেমা তৈরি করার চেষ্টা করছি। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। একটি হরর কমেডি লিখছি, খুবই আকর্ষণীয় হবে। আমার মনে হয় ‘টু ইডিয়টস’ আর ‘মুন্না ভাই থ্রি’ নিয়ে দ্রুতই খবর দিতে পারবো।”
তিনি আরও বলেন, “আমি চাইলে ‘মুন্না ভাই’ আর ‘থ্রি ইডিয়টস’ এর ২-৩টি সিক্যুয়েল বানাতে পারতাম। অনেক টাকাও কামাতে পারতাম, বড় গাড়ি, বাড়ি সবই হতো। কিন্তু সিনেমাগুলো যদি ভাল না হতো, তাহলে তো সেগুলো নিয়ে কথা বলতেও আনন্দ পেতাম না, কারণ আমি জানতাম, শুধুমাত্র টাকা কামাইয়ের জন্যই বিবেকের সঙ্গে আপস করেছি।”
স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র ‘জিরো সে স্টার্ট’ গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়। প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৩ ডিসেম্বর।