২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ 

শোবিজ

ভাগ্য গণক মোশাররফ করিম?

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৪

ভাগ্য গণক মোশাররফ করিম?

অভিনেতা মোশাররফ করিম যোগ দিয়েছেন ভাগ্য গণনা পেশায়। এর জন্য তার চোখে বিশাল আকৃতির চশমা এবং হাতে আতশি কাচ। সঙ্গে আছে একটি টিয়া পাখিও।

মোশাররফকে জ্যোতিষীর পেশায় পাওয়া যাবে নির্মাতা নুহাশ হ‌ুমায়ূনের ‘২ষ’ সিরিজের দ্বিতীয় পর্ব ‘ভাগ্য ভালো’তে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বুধবার দেখা যাচ্ছে ‘ভাগ্য ভালো’; এর মধ্যে প্রকাশ হয়েছে সিরিজের ট্রেইলার।

ভিডিওতে দেখা গেছে, ‘জ্যোতিষী নিজের ভাগ্য নিজে দেখেন না কেন?’-প্রশ্নের উত্তর দিয়েছেন মোশাররফ। অভিনেতাকে আরো বলতে শোনা যায়, ‘নিজের ভাগ্য নিজে দেখা যায় না। মানা আছে।"

নুহাশ তার সিরিজের এই পর্ব তৈরি করেছে ভাইরাল হওয়া এক জ্যোতিষীর নানা ঘটনা নিয়ে। ভাগ্য ভালো’র শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নুহাশ বলেন, "জুলাই-অগাস্টের সময় আমরা দৃশ্যধারণ করেছিলাম। হঠাৎ দেখি, দূরে একটা জায়গায় অনেক ধোঁয়া উঠছে এবং সেটা আমরা ফ্রেমেও রেখেছি। ওই আগুন আমাদের বাস্তবজীবনের যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা আমরা আমাদের গল্পে কানেক্ট করার চেষ্টা করেছি।"
'ভাগ্য ভালো'তে সাইকোলজিক্যাল হরর গল্প দর্শক খুঁজে পাবেন বলে জানিয়েছেন নুহাশ।

সিরিজের গল্প শোনার পর কাজটি নিয়ে নিজের ভেতরে ‘চ্যালেঞ্জ’ অনুভব করেছেন বলে জানিয়েছেন মোশাররফ। তিনি বলেন, "আমার মনে হল, কাজটি করতে হবে। কারণ কাজের ঢং একটু আলাদা।"
এই পর্বে আরও অভিনয় করেছেন জেবুন্নেছা সোবহান, আদনান আদীব খান, সামিয়া অথৈ।

গত ১৮ ডিসেম্বর থেকে নুহাশের ‘পেট কাটা ষ’ র দ্বিতীয় মৌসুম ‘২ষ’ চলছে।

‘২ষ’ র গল্পগুলো ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার। এই গল্পগুলো লিখেছেন নুহাশ ও তার কবি মা গুলতেকিন খান যৌথভাবে।

এই প্রথমবারের মত কোনো সিরিজের জন্য গল্প লিখেছেন গুলতেকিন। চার পর্ব নিয়ে নির্মিত হয়েছে এই সিরিজ।

সম্পর্কিত বিষয়: