০৮ জানুয়ারি ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ 

শোবিজ

হানিমুনে মালদ্বীপে তাহসান-রোজা

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ৭ জানুয়ারি ২০২৫

হানিমুনে মালদ্বীপে তাহসান-রোজা

গায়ক তাহসান ও তাঁর নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন—হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি।
তাহসান-ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, আজ সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁরা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।

এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে  বিয়ের ছবি প্রকাশ করে তাহসান জানান নতুন জীবন শুরুর কথা।
ছবির ক্যাপশনে তাহসান লেখেন গানের চারটি লাইন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

জানা গেছে, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন রোজা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।

রোজা থাকেন নিউইয়র্কের জ্যামাইকাতে। তবে বাংলাদেশেই তাহসান খানের সঙ্গে তাঁর পরিচয়। গত বছর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে তাঁর স্বনাম রয়েছে। তাঁর নিজ নামে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান রয়েছে। এর ফেসবুক অনুসারী প্রায় ১০ লাখ।

বরিশালের মেয়ে রোজা। এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন,বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না।  একসময় ঢাকাতেই রোজার বিউটি পারলার ছিল। সেখানে বিভিন্ন তারকার ব্রাইডাল ফটোশুটের জন্য মেকআপ করতেন। তিন বছরের বেশি সময় আগের একটি ছবিতে, বিদ্যা সিনহা মিমের সঙ্গে রোজা। তখন ঢাকাতেই থাকতেন রোজা।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা-বাবা হন।২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।

সম্পর্কিত বিষয়: