বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অনন্যা পাণ্ডে। তিনি চাঙ্কি পাণ্ডের কন্যা। সম্প্রতি তিনি বিয়ের পরিকল্পনা জানিয়েছেন। সেই পরিকল্পনায় সুখী দাম্পত্য এবং সন্তানের স্বপ্নও দেখছেন তিনি। আর সেসব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সময় ধরেছেন পাঁচ বছর।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এক সাক্ষাকারে অনন্যা বলেন, “আজ থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত দেখতে চাই। একটি সুখী সংসার, নিজের বাড়ি, সেই বাড়িতে আমার সন্তান এবং কয়েকটি পোষ্য থাকবে। সব ভেবে ফেলেছি।”
বলিউডে ২০২৩ সালে জল্পনা চলছিল যে অভিনেতা আদিত্য রায় কাপুর ও অনন্যা নাকি একে অপরের ‘প্রেমে মজেছেন’। কিন্তু গেল বছরের শুরুতে খবর আসে সেই সম্পর্ক আর নেই।
ওই প্রেম এবং বিচ্ছেদের প্রতি ইঙ্গিত করে অনন্যা বলেছেন, তিনি এখন মনে করেন যে কোনো সম্পর্কে ‘বন্ধুত্বই আসল’ বিষয়। সেটা থাকলেই সম্পর্ক এমনিতেই এগিয়ে যায়। আলাদা পরিশ্রম লাগে না।
এর মধ্যে আম্বানীদের ছোট ছেলে অনন্ত আম্বানীর বিয়েতে অনন্যা এবং প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোকে কাছাকাছি আসতে দেখা গেছে। তার পরই দুইজনকে নিয়ে শুরু হয় আলোচনা। পরে নাচের সঙ্গী হিসাবে ওয়াকারকে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী।
কিছুদিন আগে অনন্যার জন্মদিনে ওয়াকার সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি’।
২০১৯ সালে পরিচালক-প্রযোজক করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন হিন্দি সিনেমার অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা।
একের পর এক ফ্লপ সিনেমায় কাজ করলেও ‘গেহরেইয়া’, ‘খো গায়ে হাম কাহা’র পর নেটফ্লিক্সে গত ৪ অক্টোবর মুক্তি পাওয়া বিক্রমাদিত্য মোতওয়ানের সিনেমা ‘কন্ট্রোল’ দিয়ে আলোচিত হয়েছেন অনন্যা।
অনন্যার সিদ্ধান্ত আপাতত তিনি ‘মাথা নিচু করে’ কাজ করে যেতে চান, যাতে দর্শকমহল তাকে অভিনেত্রী হিসেবে গ্রহণ করে।