
রাজধানীর ঢাকার ঐতিহ্যবাহি মিরপুর মুক্ত দিবস উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হবে। শের-ই- বাংলা সরকারি প্রাথমিক স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনের মধ্যে রয়েছে সব শহীদকে সম্মাননা পূর্বক স্মরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মুক্তিযোদ্ধা, শহীদ এবং বীরঙ্গনাদের এবং ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনের শহীদ, আহত এবং তাদের পরিবারদের স্মরণ করা হবে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ড দল রিপলিকা, ফাইভ ও ফাইভ, হাওয়াই মিঠাই, আই কিং (ইমরান) ও সাবকনসাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মামুন হাসান। এছাড়া অতিথি হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন ৷ সার্বিক সহযোগিতা এবং দায়িত্বে থাকবেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম বাবু। মূল আয়োজনে থাকবে টিম-১৩। সহযোগিতায় থাকবে বিপি ১৩ এবং ইউনাইটেড ১৩ ।