১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ 

শোবিজ

র‌্যাম্প মাতালেন রুনা খান, বৈচিত্র্যময় পোশাকে ফের ভাইরাল

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ২৩ জানুয়ারি ২০২৫

র‌্যাম্প মাতালেন রুনা খান, বৈচিত্র্যময় পোশাকে ফের ভাইরাল

২০০৫ সাল থেকে দেশের বিনোদন অঙ্গনে কাজ করছেন অভিনেত্রী রুনা খান। অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া রুনা খান করোনাকালের পর আলোচনায় এসেছেন ফ্যাশন ফটোশুটের মাধ্যমে।

২০২২ সালে দেশের নামকরা ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিনের পোশাকের মডেল হিসেবে রুনা খানকে নতুনভাবে আবিষ্কার করেন দেশের দর্শক। মেকআপ আর্টিস্ট আফরোজা পারভীনের সাজে শাহরুখের সেই পোশাক হয়ে যায় ভাইরাল। এরপর গত দুই বছরে একাধিক ফ্যাশন ফটোশুটের কল্যাণে ভাইরাল হয়েছেন রুনা। সবশেষ নতুন বছরের শুরুতে আর্কা ফ্যাশন উইকের মঞ্চে হেঁটে আবার তিনি ভাইরাল।

অভিনয়জগতে একধরনের ‘ইমেজ’ নিয়ে দুই দশক পার করা রুনা খানকে ফ্যাশন জগতে ভিন্ন রূপে দেখেই কি দর্শকদের এই হইচই? কেমন লাগে মানুষের এই আলোচনা-সমালোচনা? রুনা খান অবশ্য এ প্রশ্নের উত্তর দিলেন বেশ গুছিয়ে, ‘যত ফ্যাশন ফটোশুট করেছি, তার সবই পেশাগত কারণে। কোনোটাই নিজের জন্য নয়। তাই ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট আমাকে যেভাবে সাজাতে চেয়েছেন, তাঁদের ভাবনাকে সম্মান জানিয়েছি। এবার যে আর্কার ফ্যাশন শোতে তানহার পোশাক পরেছি, সেটাও সানন্দ। আমি অভিনয়শিল্পী, তাই ফ্যাশনের জগত আমার কাছে নতুন কিছু আবিষ্কার করার মতো।’

শেষ আর্কা ফ্যাশন উইকে লেবেল ‘তান’-এর পোশাকটি পরে কেমন লেগেছে জানতে চাইলে রুনা খান বলেন, ‘দারুণ। উপভোগ করেছি। এর আগে বিখ্যাত ডিজাইনার মাহিন খানের পোশাক পরেও রানওয়েতে হেঁটেছি। তাতে সম্মানিত বোধ করেছি এই ভেবে যে আমাকে তাঁরা ফ্যাশন শোয়ের রানওয়েতে হাঁটার জন্য ডেকেছেন। আর্কায় যে কিউয়ে হেঁটেছি, সেখানে এ সময়ের জনপ্রিয় মডেল জেসিয়া ইসলামও ছিলেন। তাঁর সঙ্গে হাঁটতে পেরে সম্মানিত বোধ করেছি। কারণ, সম্প্রতি তিনি মিস বাংলাদেশ খেতাব জিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে উপস্থাপন করেছেন। এই মঞ্চের জন্য তিনি যথার্থ; কারণ, তিনি মডেল হিসেবে জনপ্রিয়। তারপরও তিনি যে শো স্টপার না হয়ে বাকি ছয় মডেলের একজন হয়ে মঞ্চে হেঁটেছেন, তাতেও আমি সম্মানিত বোধ করেছি। হয়তো আমাকে অভিনয়ের কারণে লোকে একটু বেশি চেনে বলেই শো স্টপার করা হয়েছে।’

এবার আরও খোলামেলা জানতে চাইলাম, অনেকেই আপনার লুক নিয়ে সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন, আপনি যে পোশাক পরেছেন, তা আপনার সঙ্গে যায় না। রুনা খানের সাবলীল উত্তর, ‘ফ্যাশন ফটোশুট বা ফ্যাশন শোয়ে মডেল শুধুই একটা হ্যাঙারের ভূমিকায় থাকেন। ডিজাইনারের ভাবনা থাকে পোশাক নিয়ে। সেটা রানওয়েতে উপস্থাপনের জন্য মডেলকে তৈরি করেন মেকআপ আর্টিস্ট আর কোরিওগ্রাফার। এখানে আমি একজন তরুণ ডিজাইনারের পোশাক পরেছি, যা আমি খুব উপভোগ করেছি। আমাকে এমন লুকে উপস্থাপন করেছেন এলিগ্যান্ট মেকওভারের এ সময়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সামিনা সারা। তাঁদের ভাবনাকে সম্মান জানাই। পুরো জিনিসটা বহন করে মঞ্চে হেঁটেছি, শো শেষে কোরিওগ্রাফার আজরা মাহমুদ তো আমাকে জড়িয়ে ধরে বলেছেন, ফাটাফাটি!’

রুনা খানও নিশ্চিত করলেন, পোশাকটি তাঁর মাপ নিয়েই তৈরি করেছেন ডিজাইনার তানহা শেখ। বিষয়টি নিয়ে তাঁরা একাধিকবার বসেছেন, কথা বলেছেন। শোয়ের আগে ড্রেস ট্রায়াল দিয়েছেন, হাঁটার আগেও করেছেন রিহার্সাল।