২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

বিশেষ

উৎসব এলেই বাড়ে কন্ডোম বিক্রি

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৬, ২৩ অক্টোবর ২০২৪

উৎসব এলেই বাড়ে কন্ডোম বিক্রি

উৎসব এলেই কন্ডোম বিক্রি বেড়ে যায় বহুগুণ। একটি হিসেব অনুযায়ী, উৎসব এলেই কন্ডোম বিক্রি ২৫ থেকে ৩০ শতাংশ বাড়ে।  

বিক্রেতারা বলছেন, কন্ডোম তো ফেসক্রিম নয় যে বিজ্ঞাপন দিলে বিক্রি বাড়বে। এটা এখন মানুষের প্রয়োজনীয় জিনিস। তবে উৎসবের সময় অনেক জায়গায় বিশেষ অফার দেওয়া হয়।

উৎসবে টানা ছুটি থাকে। কর্মব্যস্ততা থেকে নিস্তার পেয়ে সবাই ভালো সময় কাটাতে চান। এ জন্য এ সময়ে কণ্ডোমের বিক্রি বাড়ে বহুগুণ।

এ ক্ষেত্রে নতুন প্রজন্ম বেশ খোলামেলাও। তারা স্বাস্থ্যের সঙ্গে কোন আপস করতে চান না তাই নিরাপদ থাকার জন্য কম বয়সীরাই বেশি কন্ডোম ব্যবহার করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, কন্ডোম নিয়ে আগের মতো লজ্জা বা ভয় নেই। তাই সহজেই কিনতে পারে সবাই। এটাও কন্ডোমের বিক্রি বাড়ার অন্যতম কারণ। আর উৎসবের সময় কণ্ডোমের বিক্রি বাড়ার কারণ হলো দীর্ঘ সময় সঙ্গীনীর সঙ্গে এক সঙ্গে সময় কাটানো।    

সূত্র: আজতাক বাংলা