০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ 

সোশ্যাল মিডিয়া

জন্মদিনে তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ২৪ মার্চ ২০২৫

জন্মদিনে তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

আজ বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন। জন্মদিনে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তামিম ইকবালের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়েছেন সাকিব। বলেছেন তামিমের জন্য দোয়াই তার জন্মদিনের উপহার।

ফেসবুকে সাকিব লিখেন-আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।

আরও লিখেন-তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

তামিমের জন্য দোয়াই হবে তার জন্মদিনের সেরার উপহার উল্লেখ করে সাকিব লেখেন- তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!