২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

সোশ্যাল মিডিয়া

পিনাকী ভট্টাচার্যের সঙ্গে প্যারিসে উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ০১:১২, ৯ নভেম্বর ২০২৪

পিনাকী ভট্টাচার্যের সঙ্গে প্যারিসে উপদেষ্টা আসিফ


পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা গেল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে। সামাজিক মাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেছেন পিনাকী নিজেই। ফ্রান্সের রাজধানী প্যারিসে পিনাকীর সঙ্গে সাক্ষাৎ করেন আসিফ। বিষয়টি জানিয়ে পিনাকী লিখেছেন, আসিফ আসছে প্যারিসে, আমার সাথে দেখা করতে। 

এর সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি। এই ছবির নিচে একজন মন্তব্য করেছেন, প্রথমে ছবির আগে ক্যাপশন দেখে ভেবেছিলাম আসিফ নজরুল হবে, এখন দেখি মাহমুদ। আপনার সাথে নজরুলের কোলাকুলি অবস্থার ছবি দেখতে চাই পিনাকী দা। এর উত্তরে পিনাকী লিখেছেন, আসিফ ভাই আসলেই হবে।

নেটিজেনরা বেশ গুরুত্বের সঙ্গেই এই সাক্ষাতের বিষয়টি নিয়েছেন। একজন লিখেছেন, ২৪ এর নায়ক পিনাকি দাদা ও আসিফ মাহমুদকে একসাথে দেখে মনটা ভরে গেল। বিপ্লবী সরকারের সফলতার জন্য পিনাকি দাদাকে কিভাবে সরাসরি কাজে লাগানো যায়, সে বিষয়ে আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি। দু'জনের জন্যে অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ রইল।   

সম্প্রতি উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ড সফরে গেছেন। একইসঙ্গে সুইজারল্যান্ড গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে নিজের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, একটি লেকের পাড়ে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৫ ডিগ্রি সেলসিয়াসের শরৎকাল’। এ ছবিতেও অনেকে কমেন্টস করেছেন, তিনি সুইজারল্যান্ড গেছেন।