২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ 

সোশ্যাল মিডিয়া

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ‘লজ্জা’ নাটক, ক্ষোভ ঝাড়লেন তসলিমা নাসরিন

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২৩:২০, ২৫ ডিসেম্বর ২০২৪

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ‘লজ্জা’ নাটক, ক্ষোভ ঝাড়লেন তসলিমা নাসরিন

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নাটক ‘লজ্জা’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সোমবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই লেখক নিজেই।

যেখানে তসলিমা লিখেছেন, মানবতা, উদারতা এবং অসাম্প্রদায়িকতার পক্ষে লেখা আমার তথ্যভিত্তিক উপন্যাস ''লজ্জা'' অবলম্বনে যে নাটকটি  পশ্চিমবঙ্গে মঞ্চস্থ হতে যাচ্ছিল, সেটিকে দাঙ্গা বাঁধতে পারে এই অজুহাতে মঞ্চস্থ হতে বাধা দিল পশ্চিমবঙ্গ সরকার। অথচ ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে, লজ্জা একটি তীব্র প্রতিবাদ।

তিনি আরও লেখেন, আমার লজ্জা নামের গ্রন্থটি  কিন্তু  গত ৩০ বছর ধরে পশ্চিমবঙ্গে প্রকাশিত হচ্ছে। গ্রন্থটি বরাবরই বেস্ট সেলার লিস্টে। আনন্দ পারবিলশার্সের   এই গ্রন্থটির প্রকাশ তো  নিষিদ্ধ হয়নি!  এটিকেও নিষিদ্ধ করুন মাননীয় মূখ্যমন্ত্রী।  সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে লেখা এই গ্রন্থটিকে নিষিদ্ধ না করে এই গ্রন্থ  অবলম্বনে নির্মিত  নাটক  নিষিদ্ধ করাটা সম্পূর্ণ  অযৌক্তিক।

প্রতিবাদ হিসেবে লজ্জা বইটি কেনার আহ্বানও জানান তসলিমা নাসরিন। লেখেন, যাঁরা লজ্জা নাটকটি দেখতে চেয়েছিলেন, বা যাঁরা নাটকটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, তাঁরা লজ্জা গ্রন্থটি কিনুন এবং পড়ুন। এবং অন্যকে পড়তে দিন।

 

সম্পর্কিত বিষয়: