ক্যারিয়ারের শেষ টেস্টে খেলতে সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মতামত জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব বিকেএসপিতে থাকার সময় থেকেই তাঁকে খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের এই কোচ। তবে শুধু সাকিব নয়, সালাউদ্দিনের ফেসবুক স্ট্যাটাসে প্রসঙ্গক্রমে এসেছে মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের নামও।
দেশের ক্রিকেটে সাকিব-মাশরাফিদের অবদান তুলে ধরে সালাউদ্দিন লিখেছেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট–বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য, তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করেছে বলে এরা খুনি??? এদের সঙ্গে মিশেছেন, এরা কত মানুষের ভাত–কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে, সেটা কি জানেন?’
সালাউদ্দিন তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু। যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করেছে, তা কি দেখেছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে, কাদের জন্য?’
দেশের ক্রিকেটের এই তারকারা মাঠ থেকে বিদায় নিতে না পারায় দুঃখ প্রকাশ করে সালাউদ্দিন আরও লিখেছেন, ‘দেশকে সবাই কমবেশি ভালোবাসে। এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না। এদের কাছ থেকে দেখেছি। এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না।’
সালাউদ্দিন তাঁর স্ট্যাটাসের শেষে লিখেছেন, ‘খুব কষ্ট পাচ্ছি, মাঠ থেকে এদের বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন। আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কমবেশি অপরাধী। সম্মান কাউকে দিলে আপনিও সম্মানিত হবেন।’