১১ দিনের ব্যবধানে আবারও পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১২ রান। বোলিংয়ে পেসার জাহানদাদ খান, ব্যাটিংয়ে টিনোটেন্ডা এমপোসা। স্বীকৃত কোনো ব্যাটার নন। তবে এমপোসা হার মানলেন না। প্রথম বলে চার ও দ্বিতীয় বলেই ছয়—দুই বলে ১০ রান দিয়ে জিম্বাবুয়েকে জয়ের আরও নিকটে নিয়ে আসেন তিনি।