০৪ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ 

স্পোর্টস

হৃদয়ের সেঞ্চুরি ছাপিয়ে ভারতের জয়

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

হৃদয়ের সেঞ্চুরি ছাপিয়ে ভারতের জয়

ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো। এরপর আসে স্বপ্নের মতো এক জুটি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার একটি ইনিংস। স্কোরবোর্ডে মোটামুটি পুঁজি জমা হয়। তা নিয়ে লড়াইও করেন বোলাররা। কিন্তু ওই ক্যাচ পড়ার পর ম্যাচ জমানোর আশাও ছুটে যায়। ভারত জিতে যায় ৬ উইকেটে।

উইকেট বুঝে, পরিস্থিতিকে সম্মান করে গোছানো আর নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ভারতের জয়কে সঙ্গী নিয়ে ফেরেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান শুবমান গিল। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার পরদিনই দলের নায়ক তিনি অপরাজিত ১০১ রানের ইনিংসে।

সেঞ্চুরির গুণে-মানে কোনো অংশে পিছিয়ে ছিলেন না তাওহিদ হৃদয়। বরং তার কাজটা ছিল আরও কঠিন। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে প্রায় বিধ্বস্ত দলকে উদ্ধার করেন তিনি অসাধারণ ইনিংসে। তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির ইনিংসটায় ছিল পরিণত ব্যাটিংয়ের সব উপকরণ।

জাকের আলির সঙ্গে তিনি গড়েন ১৫৪ রানের জুটি। ষষ্ঠ উইকেটে যা বাংলাদেশের রেকর্ড, ভারতের বিপক্ষে যে কোনো জুটিতেই রেকর্ড। শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ২২৮ রান করতে পারে দল।

চোট কাটিয়ে ফেরার পর ছন্দ পাওয়ার লড়াইয়ে থাকা মোহাম্মদ শামি ৫ উইকেট শিকার করে বুঝিয়ে দেন, আইসিসি টুর্নামেন্ট মানেই তার রাজত্ব।

রান তাড়ায় ভারত শুরুটা দুর্দান্ত করলেও পরে রাশ টেনে ধরে বাংলাদেশ। কিন্তু গিলকে থামানো যায়নি।


সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৮ (তানজিদ ২৫, সৌম‍্য ০, শান্ত ০, মিরাজ ৫, হৃদয় ১০০, মুশফিক ০, জাকের ৬৮, রিশাদ ১৮, তানজিম ০, তাসকিন ৩, মুস্তাফিজ ০*; শামি ১০-০-৫৩-৫, হার্শিত ৭.৪-০-৩১-৩, আকসার ৯-১-৪৩-২, পান্ডিয়া ৪-০-২০-০, জাদেজা ৯-০-৩৭-০, কুলদিপ ১০-০-৪৩-০)।
ভারত: ৪৬.৩ ওভারে ২৩১/৪ (রোহিত ৪১, গিল ১০১*, কোহলি ২২, শ্রেয়াস ১৫, আকসার ৮, রাহুল ৪১*; তাসকিন ৯-০-৩৬-১, মুস্তাফিজ ৯-০-৬২-১, তানজিম ৮.৩-০-৫৮-০, মিরাজ ১০-০-৩৭-০, রিশাদ ১০-০-৩৮-২)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: শুবমান গিল।