
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বর্তমানে জেলে আছেন। তবে পাকিস্তানে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মন্তব্য করতে ছাড়েননি সাবেক অলরাউন্ডার। স্বাগতিকদের পারফরম্যান্সের সমালোনা করেছেন তিনি।
২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করেছে পাকিস্তান। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্বাগতিকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর-শাহিনদের পারফরম্যান্সের সমালোচনা করছে সকলে। এবার সেই সমালোচনায় যোগ হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ইমরান খান।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেল গেটের বাইরে সাংবাদিকদের সামনে পাকিস্তানের পারফরম্যান্সে নিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি।
ইমরান খানের কথা উল্লেখ করে তার বোন আলিমা খান বলেছেন, ভারতের বিপক্ষে (পাকিস্তানকে) হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।