
অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। প্রথম সেমি-ফাইনালে ম্যাচ ছাড়ার মহড়ায় লড়াই সেভাবে জমাতেই পারল না অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নরা ৪ উইকেটে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
দুবাইয়ে মঙ্গলবার ভারতের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। ৩৬ ওভার শেষে ৪ উইকেটে ১৯৫ রানের শক্ত অবস্থানে থেকেও অস্ট্রেলিয়া ২৬৪ রানে গুটিয়ে যায় তিন বল বাকি থাকতে। সেই রান ভারত পেরিয়ে যায় ১১ বল হাতে রেখেই।
রোহিত শার্মার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আরেকটি আইসিসি ট্রফি জয়ের দুয়ারে পৌঁছে গেল তারা। দুবাইয়েই আগামী রোববার শিরোপা লড়াইয়ে তারা খেলবে নিউ জিল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ২৬৪ (হেড ৩৯, কনোলি ০, স্মিথ ৭৩, লাবুশেন ২৯, ইংলিস ১১, কেয়ারি ৬১, ম্যাক্সওয়েল ৭, ডোয়ার্শিস ১৯, জ্যাম্পা ৭, এলিস ১০, স্যাঙ্ঘা ১*; শামি ১০-০-৪৮-৩, পান্ডিয়া ৫.৩-০-৪০-১, কুলদিপ ৮-০-৪৪-০, ভারুন ১০-০-৪৯-২, আকসার ৮-১-৪৩-১, জাদেজা ৮-১-৪০-২)
ভারত: ৪৮.১ ওভারে ২৬৭/৬ (রোহিত ২৮, গিল ৮, কোহলি ৮৪, শ্রেয়াস ৪৫, আকসার ২৭, রাহুল ৪২*, পান্ডিয়া ২৮, জাদেজা ২*; ডোয়ার্শিস ৭-০-৩৯-১, এলিস ১০-০-৪৯-২, কনোলি ৮-০-৩৭-১, জ্যাম্পা ১০-০-৬০-২, স্যাঙ্ঘা ৬-০-৪১-০, ম্যাক্সওয়েল ৬.১-০-৩৫-০, হেড ১-০-৬-০)
ফল: ভারত ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ভিরাট কোহলি