চট্টগ্রাম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই টেস্টে নেই টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস। জ্বরে ভুগছেন তিনি। দলে আনা হয়েছে তিন পরিবর্তন। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে বলতে গেলে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৭ উইকেটে। তবে সিরিজের সমতা ফেরানোর সুযোগ আছে নাজমুল হাসান শান্তদের।
মিরপুর টেস্টে এক পেসার ও তিন স্পিনার নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। চট্টগ্রামে দুই স্পিনার ও দুই পেসার নিয়ে নামছে বাংলাদেশ।
চোটের কারণে আগেই বাদ পড়েছেন জাকের আলী অনিক। এছাড়া বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কন ও ওপেনার জাকির হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে আজই টেস্ট অভিষেক হতে যাচ্ছে অঙ্কনের।
দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন আছে দুটি। একটি পরিবর্তন অনুমিতই ছিল। মিরপুর টেস্টে একদমই সুবিধে করতে না পারা অফ স্পিনার ডেন পিট হারিয়েছেন জায়গা। তার বদলে ফিরেছেন সেনুরান মুথুসামি। মূলত বাঁহাতি স্পিনার হলেও ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যাটের হাতও ভালো। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮টি সেঞ্চুরিতে প্রায় ৫ হাজার রান আছে তার।
তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট এটি। ২০১৯ সালে ভারতে দুটি টেস্ট খেলেছিলেন তিনি, গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন সবশেষটি। ৩৫ বছর বয়সী পেসারের এটি পঞ্চম টেস্ট।
এছাড়াও পেস আক্রমণে শক্তি বাড়িয়েছে তারা। বাদ পড়েছেন মিরপুর টেস্টে একমাত্র ইনিংসে শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কি। তার জায়গায় নেওয়া হয়েছে পেসার ডেন প্যাটারসনকে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার না থাকার কথা জানানো হয়েছিল আগেই।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশাভ মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।