উইমেন’স সাফ জয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
বাফুফে ভবনে শনিবার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমকে মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু জানান সাবিনা-মনিকাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত।
“আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিটির পক্ষ থেকে সাফজয়ী মেয়েদেরকে দেড় কোটি টাকা বোনাস দেওয়া হবে। এটাই প্রথম সিদ্ধান্ত হয়েছে।”
গত ৩০ অক্টোবর কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে বাংলাদেশ। শিরোপা নিয়ে দেশে ফেরা দলকে এক কোটি টাকা পুরস্কার এরই মধ্যে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। বাফুফে এবার দিল বড় পুরস্কারের ঘোষণা।
দুই বছর আগে একই ভেন্যুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম উইমেন’স সাফের শিরোপা বাংলাদেশ জিতেছিল গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। এবার মেয়েরা মুকুট ধরে রাখে ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের কোচিংয়ে।