২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ 

স্পোর্টস

অভিষেকে গোল করে উচ্ছ্বসিত জেসুস

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ১১ অক্টোবর ২০২৪

অভিষেকে গোল করে উচ্ছ্বসিত জেসুস

প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েই শুরুর একাদশে জায়গা করে নেওয়া ইগো জেসুস ছড়িয়েছেন আলো। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে উপহার দিয়েছেন দারুণ গোল। জাতীয় দলের হয়ে অভিষেকে জালের দেখা পাওয়ার আনন্দ তো আছেই, তবে মাটিতে পা রাখছেন তরুণ এই ফরোয়ার্ড। তার সব মনোযোগ এখন পেরু ম্যাচ নিয়ে।

ব্যর্থতার শেকল ভেঙে শুক্রবার সকালে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগের পাঁচ ম্যাচের চারটিতেই হারা দলটি এই ম্যাচেও শুরুতে ছিল ছন্দের খোঁজে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তাদের স্তব্ধ করে দিয়ে গোল উল্লাস করেন চিলির এদুয়ার্দো ভার্গাস।

একের পর এক আক্রমণে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের আরও চেপে ধরে চিলি। বল দখলে অনেক এগিয়ে থাকলেও ব্রাজিলের আক্রমণে ছিল না তেমন কোনো ধার। তাই গোল আসছিল না তাদের।

সতীর্থদের বিবর্ণ ফুটবলের মাঝেই আলো ছড়ান জেসুস। প্রথমার্ধের যোগ করা সময়ে সাভিনিয়োর চমৎকার ক্রসে হেডে জাল খুঁজে নেন বতাফোগোর তরুণ ফরোয়ার্ড।