অ্যান্টিগা টেস্টে ২০১ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। শেষ ইনিংসে ৩৩৪ রানের লক্ষ্যে বাংলাদেশের ইনিংস শেষ ১৩২ রানেই।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মঙ্গলবার শেষ দিনে সাত ওভারেই শেষ হয়ে যায় ম্যাচ। ৭ উইকেটে ১০৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ আর যোগ করতে পারে কেবল ২৩ রান।
দিনের দ্বিতীয় ওভারেই আলজারি জোসেফ বিদায় করে দেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান হাসান মাহমুদকে।
১৫ রান নিয়ে দিন শুরু করা জাকের আলি বারবার শাফল করে খেলছিলেন। তিনটি চার আসে এ দিন তার ব্যাট থেকে। আউট হয়ে যান শাফল করে খেলতে গিয়েই। ভেতরে ঢোকা বলে তাকে এলবিডব্লিউ করেন আলজারি জোসেফই।
ব্যাটসম্যানদের হতাশার টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন জাকেরই। প্রথম ইনিংসে ৫৩ রান করা ব্যাটসম্যান এবার করেন ৩১।
শেষ ব্যাটসম্যান শরিফুল ইসলাম ক্রিজে যাওয়ার পর প্রথম বলেই বাউন্সারে চোট পান কাঁধের পেছনের দিকটায়। সেই চোটের কারণেই পরের ওভার শেষে আর ব্যাটিং চালিয়ে যাননি তিনি। সমাপ্তি হয়ে যায় ম্যাচের।
এই নিয়ে টানা তিন সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টে হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি টানা পঞ্চম হার।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ও পরে বল হাতে দুই উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ এই ম্যাচ দিয়েই দলে ফেরা জাস্টিন গ্রেভস।
সিরিজের শেষ জ্যামাইকায় শুরু শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিস ১ম ইনিংস: ৪৫০/৯ (ডিক্লে.)
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ (ডিক্লে.)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৫২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৮ ওভারে ১৩২ (লক্ষ্য ৩৩৪, আগের দিন ১০৯/৭) (জাকের ৩১, হাসান ০, তাসকিন ৪*, শরিফুল আহত অবসর ১*; রোচ ৮-১-২০-৩, সিলস ১৩-৩-৪৫-৩, শামার জোসেফ ৬-১-২২-১, আলজারি জোসেফ ৮-১-৩২-২, গ্রেভস ৩-১-১২-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: জাস্টিন গ্রেভস।