রেকর্ডের পর রেকর্ড গড়ে বাংলাদেশকে বিধ্বস্ত করে দিল ভারত। শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের ১৩৩ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিক দল। রানের হিসাবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় এটিই।
হায়দরাবাদে শনিবার স্যাঞ্জু স্যামসনের অসাধারণ সেঞ্চুরি ও সুরিয়াকুমার ইয়াদাভের দুর্দান্ত ইনিংসে ২০ ওভারে ২৯৭ রান তোলে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ও বিশ ওভারের স্বীকৃত ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর এটি।
১১ চার ও ৮ ছক্কায় ৪৭ বলে ১১১ রানের স্মরণীয় এক ইনিংস খেলেন স্যামসন। ইনিংসটির পথে ৪০ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। ভারতের হয়ে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষেও দ্বিতীয় দ্রুততম শতরান। অধিনায়ক সুরিয়াকুমারের ব্যাট থেকে আসে ৮ চার ও ৫ ছক্কায় ৩৫ বলে ৭৫।
এই রান তাড়ার সামর্থ্য বাংলাদেশের ছিল না। শেষ পর্যন্ত ২০ ওভারে রান করতে পারে তারা ১৬৪।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৯৭/৬ (স্যামসন ১১১, আভিশেক ৪, সুরিয়াকুমার ৭৫, পারাগ ৩৪, পান্ডিয়া ৪৭, রিঙ্কু ৮*, নিতিশ ০, ওয়াশিংটন ১*; মেহেদি ৪-০-৪৫-০, তাসকিন ৪-০-৫১-১, তানজিম ৪-০-৬৬-৩, মুস্তাফিজ ৪-০-৫২-১, রিশাদ ২-০-৪৬-০, মাহমুদউল্লাহ ২-০-২৬-১)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৪/৭ (ইমন ০, তানজিদ ১৫, শান্ত ১৪, লিটন ৪২, হৃদয় ৬৩*, মাহমুদউল্লাহ ৮, মেহেদি ৩, রিশাদ ০, তানজিম ৮*; মায়াঙ্ক ৪-০-৩২-২, পান্ডিয়া ৩-০-৩২-০, ওয়াশিংটন ১-০-৪-১, নিতিশ ৩-০-৩১-১, বিষ্ণই ৪-১-৩০-৩, ভারুন ৪-০-২৩-০, আভিশেক ১-০-৮-০)