২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ 

স্পোর্টস

সাকিবের ওয়ানডে দলে ফেরা হচ্ছে না!

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ৩০ নভেম্বর ২০২৪

সাকিবের ওয়ানডে দলে ফেরা হচ্ছে না!

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে থেকে অবসর নেননি সাকিব আল হাসান। তার ইচ্ছা আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চালিয়ে যাবেন এই সংস্করনের খেলা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা ক্রমেই কমে আসছে। 

সম্ভাবনা কমে আসার কারণ, চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে: সেই সিরিজে সাকিবকে বাদ রেখে দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম। তার দলে না থাকাটা তার দেওয়া কিছু শর্তের কারণেই হয়েছে বলে জানা গেছে। তাকে বাংলাদেশ দলের জার্সিতে ফেরাতে হলে দেশে খেলার স্বাধীনতা দিতে হবে, পাশাপাশি দেশে আসা ও যখন চাইবেন তখনই দেশ ত্যাগের নিশ্চয়তা দিতে হবে।

সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দিতে হবে। এই অনুমতিগুলো যেন সরকার থেকে নিয়ে দেয় বিসিবি। বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সাকিবকে। সম্ভব না বলেই জানিয়ে দেওয়া হয়েছে এই বাঁহাতি অলরাউন্ডারকে। তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই ৮ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজে।

বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি-টেন লিগে খেলছেন সাকিব। টুর্নামেন্টটি শুরুর আগে ক্যারিবীয় সফরে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। টুর্নামেন্টটির ‘প্রেস মিট’ অনুষ্ঠানে বাংলা টাইগার্সের অধিনায়ক হয়ে বলেছিলেন, ‘এই টুর্নামেন্টের পরেই (বাংলাদেশ দলে ফিরব)।’