২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

স্পোর্টস

২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক তিন দেশ, ২০৩৪ আসরের সৌদি আরব

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২২:৫৪, ১১ ডিসেম্বর ২০২৪

২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক তিন দেশ, ২০৩৪ আসরের সৌদি আরব

২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে যৌথভাবে মরক্কো, স্পেন ও পর্তুগালে। ২০৩৪ সালের আসর আয়োজন করবে সৌদি আরব।

ফিফা কংগ্রেসের সভায় বুধবার ভোটের পর উভয় বিশ্বকাপের আয়োজক নিশ্চিত করা হয়। ফিফার ২১১ সদস্য দেশের সবাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় প্রতিনিধিত্ব করে এদিন।

২০৩০ বিশ্বকাপের মূল তিন আয়োজকের সঙ্গে থাকছে লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। টুর্নামেন্টের শতবর্ষ পালন উপলক্ষে এই তিন দেশে হবে তিনটি ম্যাচ। অর্থাৎ ২০৩০ আসরে খেলা হবে তিনটি মহাদেশের ছয়টি দেশে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। আর্জেন্টিনা ও স্পেনও এর আগে বিশ্বকাপ আয়োজন করেছে। প্রথমবার বিশ্ব আসর বসবে পর্তুগাল, প্যারাগুয়ে ও মরক্কোতে।

আর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। সবশেষ ২০২২ সালের আসর বসেছিল কাতারে। সেখানে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

ফিফা ২০২৩ সালেই ঘোষণা করেছিল, ২০৩৪ বিশ্বকাপ হবে এশিয়া বা ওশেনিয়া অঞ্চলে। তাদের এই সিদ্ধান্তের পর আসরটি আয়োজনের আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়াও। তবে গত অক্টোবরে অস্ট্রেলিয়া সরে দাঁড়ালে পথ পরিষ্কার হয়ে যায় সৌদি আরবের।
যদিও সৌদি আরবে বিশকাপ আয়োজন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক দিন ধরেই। মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক সমালোচিত হয়ে আসছে দেশটি।

২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারও সমকামী সম্পর্ক, মানবাধিকার লঙ্ঘন এবং অভিবাসী শ্রমিকদের সঙ্গে আচরণের কারণে ব্যাপক সমালোচিত হয়েছিল।

২০২৬ সালের বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এই আসর থেকে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে হবে ৪৮।