সামির রিজভি টানা তিন ইনিংসে তিন অঙ্ক ছোঁয়ার পর মাঝে একটিতে অল্প রানে থেমেছিলেন। তবে পরের ম্যাচেই ফের উত্তাল তার ব্যাট। খুনে ব্যাটিংয়ে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটসম্যান। এখন পর্যন্ত আসরে ৬ ইনিংসে ২৪২.৬৭ গড় ও ১৭২.৫১ স্ট্রাইক রেটে তার রান ৭২৮। যেখানে ৫২ চারের পাশাপাশি তিনি ছক্কা হাঁকিয়েছেন ৬২টি!
ভারতের একদিনের ম্যাচের টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ম্যাচে বুধবার বিদর্ভের বিপক্ষে রান তাড়ায় ১৮ ছক্কা ও ১০ চারে ১০৫ বলে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেন রিজভি।
চার নম্বরে নেমে অধিনায়কের খেলা এই বিস্ফোরক ইনিংসে ৪০৭ রানের লক্ষ্য উত্তর প্রদেশ পেরিয়ে যায় ৪১.২ ওভারেই! ৮ উইকেটের বড় জয় তুলে নেয় তারা।
তৃতীয় উইকেটে শোয়েব সিদ্দিকির সঙ্গে ১৭৩ বলে অবিচ্ছিন্ন ২৯৬ রানের বিধ্বংসী জুটিতে ম্যাচ শেষ করে দেন রিজভি। যেখানে তার একার অবদানই ১০৫ বলে ২০২। কিপার-ব্যাটসম্যান শোয়েব অপরাজিত থাকেন ৭৩ বলে ৯৬ রান করে।
আসরে গত শনিবার ত্রিপুরার বিপক্ষে ২০ ছক্কা ও ১৩ চারে ৯৭ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেন রিজভি। গড়েন ভারতের ছেলেদের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি (৯৭ বলে)।
পরের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে তিনি আউট হয়ে যান ৭ বলে ৮ রান করে। এরপরই করলেন আরেকটি ডাবল সেঞ্চুরি।
আসর শুরু করেন তিনি গুজরাটের বিপক্ষে ৩০ বলে ২৭ রানের ইনিংস দিয়ে। পরের দুই ম্যাচে পন্ডিচেরির বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ১৩৭ ও হিমাচল প্রদেশের বিপক্ষে ১১৪ বলে ১৫৩ রানের ইনিংস খেলেন ২১ বছর বয়সী ব্যাটসম্যান। আর পরের তিন ম্যাচের মধ্যে করলেন দুটি দ্বিশতক।
সম্প্রতি উত্তর প্রদেশের সিনিয়র দল থেকে বাদ পড়েছেন রিজভি। সেই দলটি খেলছে ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতে।
উত্তর প্রদেশে রিজভিকে বলা হয় ‘ডানহাতি সুরেশ রায়না।’ গত আইপিএলের নিলামে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।
আইপিএলে প্রথমবার ব্যাটিংয়ে নেমে প্রথম বলে ছক্কায় শুরু করলেও ওই আসরে ৮ ম্যাচে ৫১ রানের বেশি তিনি করতে পারেননি। সেটির প্রভাব পড়ে গত মাসে অনুষ্ঠিত ২০২৫ আইপিএলের মেগা নিলামে। আগেরবার প্রায় সাড়ে আট কোটিতে দল পাওয়া ব্যাটসম্যানকে এবার স্রেফ ৯৫ লাখ রুপিতে পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
বর্তমানে দুর্দান্ত ফর্ম যেমন আত্মবিশ্বাস বাড়াবে তার, আইপিএলে দিল্লিকেও দেখাবে আশা।