এমবাপেকে যে পরামর্শ দিলেন রোনালদো
রিয়াল মাদ্রিদের গোলের মূল ভার কিলিয়ান এমবাপের কাঁধে। তাই তাকে গতানুগতিক স্ট্রাইকারের মতো খেলতে মানা করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা বললেন, তিনি যেভাবে খেলেছিলেন, এমবাপেও যেন রেয়ালে ঠিক সেভাবেই খেলে।