ব্যাংক ডাকাতি: পুলিশের দাবি আটক দুই কিশোর অ্যাডভেঞ্চারে গিয়েছিল
ঢাকার কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির ঘটনায় আটক হয়েছে তিনজন। এর মধ্যে দুজন১৬ বছরের কিশোর; আরেকজনের বয়স ২২, যিনি গাড়ি চালান। তারা চারটি ‘নকল পিস্তল’ নিয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়ে ব্যাংক ডাকাতি ও গ্রাহকদের জিম্মি করার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের ভাষ্য।