বরিশালে জনতার হাতে আটক দুই ট্রাকে যা ছিল
বরিশাল সদর উপজেলার কাগাশুরা গ্রামের লোকজন জড়ো হয়ে সচিবালয়ের ‘গোপন নথি’ সন্দেহে দুই ট্রাকভর্তি কাগজপত্র আটক করেন। পরে খবর দেন কাউনিয়া থানায়। পুলিশ এসে ট্রাক দুটি আটক করে। পরে জানা যায়, ট্রাক দুটিতে সচিবালয়ের কোনো গোপন নথি নেই, আছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) পুরোনো কাগজপত্র। যাচাই-বাছাই শেষে ট্রাক দুটি আবার ইইডি অফিসে নিয়ে আসে কর্তৃপক্ষ।