
বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অপো-র নতুন ডিভাইস ‘অপো এ৫ প্রো’ এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় ক্রিকেট তারকা মেহেদি হাসান মিরাজ-এর নাম ঘোষণা করা হয়েছে।
মিরাজ বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়। তিনি মূলত দলে অলরাউন্ড হিসেবে পারফরম্যান্স করেন। মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সের মতো ‘অপো এ৫ প্রো’ও গ্রাহকদের অল-রাউন্ড স্থায়িত্ব ও অল-রাউন্ড এআই ক্যাপাবিলিটি দেবে। অর্থাৎ জীবনের বহুমুখী ক্ষেত্রে যারা অল-রাউন্ড পারফরম্যান্স চান-এই ডিভাইসটি তাদের জন্য সর্বোত্তম।
‘অপো এ৫ প্রো’ স্টাইলিশ ডিজাইন ও সর্বত্রই পারফরম্যান্সের স্থায়িত্বে ব্যবহারকারীদের মন জয় করতে সক্ষম। এই স্মার্টফোনের ওয়াটার প্রুফিং ফিচার, শক্ত গড়ন, আস্থাযোগ্য পারফরম্যান্স সব মিলিয়ে ‘অপো এ৫ প্রো’ দৈনন্দিন সব পরিবেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এ ছাড়া মোবাইলটির এআই-সক্ষমতার ক্যামেরা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে আশপাশের সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নেয়। যার প্রতিটি শটই হয় নিখুঁত। এই ফোন এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে এটি দ্রুতগতির লাইফস্টাইলের সঙ্গে সহজেই খাপ-খাইয়ে নিতে পারে।
মেহেদী হাসান মিরাজ এই পার্টনারশিপ নিয়ে নিজের আগ্রহ ব্যক্ত করে বলেন-“আমি প্রযুক্তি ব্র্যান্ড অপো এবং তাদের ডিভাইস ‘এ ৫ প্রো’ এর প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। আমি মাঠে কিংবা মাঠের বাইরে যেখানেই থাকি না কেন-আমার পারফরম্যান্স এবং মনোবলের সঙ্গে এই ফোনের ভাবনাটা পুরোপুরি মিলে যায়। ক্রিকেটে যেমন পারফরম্যান্সের বৈচিত্র্য-ই মুখ্য, তেমনি ‘এ ৫ প্রো’ এর অল-রাউন্ড এআই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্থায়িত্ব এটিকে আমার জীবনের প্রতিটি মুহূর্ত উদ্যাপনের সুযোগ করে দিচ্ছে। ”
অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন-“‘অপো এ৫ প্রো’-এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হিসেবে অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। অল-রাউন্ডার হিসেবে তার প্রচেষ্টা ও মনোবল, ঠিক যেন ‘অপো এ৫ প্রো’-এর-ই স্থায়িত্ব, এআই সক্ষমতাসহ অলরাউন্ডার পারফরম্যান্সের-ই প্রতিফলন। আমরা বিশ্বাস করি যে-‘অপো এ৫ প্রো’ পারফরম্যান্স এবং স্টাইলের মিশেলে ‘গেম চেঞ্জার’ হিসেবে মার্কেটে জায়গা করে নেবে। ”
ডিভাইসটি নিয়ে বিস্তারিত তথ্যের জন্য-অপোর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট অথবা অথরাইজড অপো রিটেইল শপ ঘুরে আসতে পারেন।