সময়টা মোটেও ভালো যাচ্ছে না মার্কিন সংস্থা বোয়িংয়ের। কয়েক মাস আগে মহাকাশে স্টারলিংক যান পাঠিয়ে ফেরত আনার সময় বড় একটা ঝক্কি গেছে তাদের। সেই ধকল কাটানোর আগেই সম্প্রতি মহাকাশে বিধ্বস্ত হয়েছে বোয়িংয়ের তৈরি ইন্টেলস্যাট৩৩ই স্যাটেলাইট। ধ্বংসের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বিস্ফোরণের কারণে স্যাটেলাইটটি ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে ইউএস স্পেস ফোর্স। মহাকাশে স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় অন্য স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইন্টেলস্যাট৩৩ই স্যাটেলাইটটি ২০১৬ সালে মহাকাশে পাঠায় বোয়িং। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করত স্যাটেলাইট। যদিও পাঠানোর কয়েক বছরের মধ্যে স্যাটেলাইটটি একাধিক ত্রুটি ধরা পড়ে, যা পরে মেরামতও করা হয়েছিল। স্যাটেলাইটটি ১৫ বছর একটানা কাজ করার কথা থাকলেও মেয়াদ শেষের আগেই মহাকাশে বিধ্বস্ত হলো। আর তাই পূর্বপ্রস্তুতি না থাকায় স্যাটেলাইটটি ধ্বংসের কারণে বিভিন্ন দেশের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ইউএস স্পেস ফোর্সের তথ্যমতে, মহাকাশে বোয়িংয়ের বিধ্বস্ত স্যাটেলাইটের প্রায় ২০টি টুকরার সন্ধান পাওয়া গেছে। আরও ধ্বংসাবশেষ খোঁজ করা হচ্ছে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, স্যাটেলাইটটি উচ্চশক্তির বিস্ফোরণের কারণে ধ্বংস হয়েছে। স্যাটেলাইটের ধ্বংসাবশেষের কারণে অন্য স্যাটেলাইটের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।