সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই বিভিন্ন কনটেন্ট পোস্ট করেন। আবার অনেকেই চান নিজের টাইমলাইনে পোস্ট পিন করতে যাতে সেটি মানুষের নজরে পড়ে। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
মোবাইল থেকে পিন করুন
১. প্রথমে ফোনের ফেসবুক অ্যাপ চালু করে প্রোফাইলে লগইন করুন। এরপর মেনু থেকে নিজের নামের ওপর চেপে টাইমলাইনে যান।
২. টাইমলাইন থেকে স্ক্রল করে একটি পোস্ট বেছে নিন, যেটি প্রোফাইলে পিন করতে চান বা সবার আগে দেখাতে চান।
৩. পোস্ট বেছে নিয়ে, এর ডান কোণায় থ্রি-ডট অপশনে চাপলে একটি মেনু আসবে। সেখানে ‘পিন পোস্ট’ অপশনে চাপ দিলেই হয়ে যাবে।
৪. এখন পোস্টের ওপরে ‘পিন পোস্ট’ লেখা লেবেলসহ এটি টাইমলাইনের একদম ওপরে দেখা যাবে। প্রোফাইল দেখতে আসা লোকেরাও আগে এই পোস্ট দেখবেন।
আনপিন করতে
পোস্ট পুরনো হয়ে গেলে আনপিন করতে চাইতে পারেন। এরজন্য একইভাবে নিজের প্রোফাইলে যান। এরপর পিন করা পোস্টের ডান কোণায় থ্রি ডট অপশনে চাপুন। সেখান থেকে ‘আনপিন পোস্ট’ অপশনটি বেছে নিলেই হয়ে যাবে।
এটি নিজের প্রোফাইলে কাস্টমাইজ করার বেশ ভালো উপায় হতে পারে, যেখানে নিজের পছন্দের পোস্ট টাইমলাইনের ওপরের দিকে রাখতে পারবেন যে কেউ। তবে, মনে রাখবেন, এটি অনেক পুরনো পোস্টের বেলায় এটি কাজ নাও করতে পারে। ফলে, টাইমলাইনে সম্প্রতি দেওয়া কোনো পোস্ট বেছে নিন।